December 26, 2024, 6:26 pm
নোবেল,খুলনার প্রতিনিধি:
বাংলাদেশ আহালে হাদীস কেন্দ্রীয় তাবলীগী ইজতেমার প্রস্তুতি সভা উজলক্ষে আহালে হাদীস তাবলীগী ইজতেমার কেন্দ্রীয় আমির শায়েখ মুফতি মওলানা মনির উদ্দিন এ উপলক্ষে নেতা কর্মীদের দিক নির্দেশনা দেন।তিনি বলেন আন্ধরিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ জামে মসজিদ ময়দানে আগামি ০২,০৩,০৪,নভেম্বর ২০২২ ইংরেজী তারিখে ৩০ তম কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে লক্ষ লক্ষ জনতার উপস্থিতির জন্য দিক নির্দেশনা প্রদান করেন।সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলার আমির শেখ আনিসুর রহমান,ও সাহারন সম্পাদক মোহাম্মাদ আনিস,চট্রগ্রাম বিভাগিয় আমির সহ উপস্থিত ছিলেন দৌলতপুর,খালিসপুর,দিঘলিয়া,দিয়ানা,সোনাডাঙ্গা সহ বিভিন্ন থানার নেতা কর্মিরা।