December 21, 2024, 6:30 pm
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা রিপোর্টাস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিক স্বপন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান জনি। আজ শুক্রবার পৌর কমিউনিটি সেন্টারে বিকেল ৩ টা থেকে নির্বাচন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন কমিশনার এ্যাড.নুর জামান সহকারী নির্বাচন কমিশনার আয়েশা আক্তার নিপা, আহবায়ক নিশান সাবের,সদস্য সচিব জাহিদ ইকবাল শিমন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মোট ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ৮টি পদে ১৪ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, দুই টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বিজয় হয়েছেন সাংবাদিক আতিক স্বপন তিনি ভোট পেয়েছেন ১৫টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন১৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আল আমিন, সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি। যুগ্ন সাধারন সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিনারুল ইসলাম ১২ ভোট পেয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ.এস.এম কাজিমুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ মাহমুদ পেয়েছেন ১১ ভোট,কোষাধ্যক্ষ পদে ১৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাব্বি মাহমুদ তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন১৪ ভোট, দপ্তর সম্পাদক পদে আবু সাইদ বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন, সদস্য পদে মোঃ কামাল হোসেন ২৫,সেলিম রেজা ২৩ ভোট এবং সোহান রেজা ১৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে অপর তিনজন হামিদুল১৩ মোহাম্মাদ সান ১৩ ও আব্দুল্লা আল মুনির ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষনা করেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।