December 21, 2024, 5:54 pm
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে আজ ২৭ আগস্ট শনিবার দিনব্যাপী অবৈধ চায়না জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন জানান, মানিকগঞ্জের দৌলতপুরে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। আর নতুন পানি দেশীয় মাছের প্রজনন মৌসুম। এ সময় সহজেই সব ধরনের মাছ ধরতে জেলে ও মৌসুমি মৎস্য শিকারিরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছেন। এতে ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর হুমকিতে পড়েছে দেশি সব ধরনের মাছ। মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষিদ্ধ এসব চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৪০টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য বার লক্ষ টাকা। এ সময় উপজেলার প্রশাসনের সাথে থানা পুলিশ সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।