December 27, 2024, 8:35 am

News Headline :
সালথার আটঘরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে দোয়া প্রত্যাশী সাজেদা বেগম সালথায় সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত গাজীপুর মিউজিক এসোসিয়েশন এর পুর্নমিলনী ও কমিটি গঠন! সানজানার বাবা রিমান্ডে হিমায়িত খাদ্য পরিবহণ ট্রেনে চিলিং বগি ও ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান চালু করা হবে-ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর লাশ বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার সালথায় ৪লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

সালথায় ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন দু’ভাই

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফ‌রিদপু‌রের সালথায় ছিনতাইয়ের নাটক সাজাতে মিথ্যা অভিযোগ করে ফেঁসে গেলেন নছিমন চালক দুই ভাই নুরুল ইসলাম এবং ইলিয়াস। শুক্রবার সকালে উপজেলার সালথা – সোনাপুর আঞ্চলিক সড়কের ফুকরা নামক স্থানে এ ঘটনা ঘটে। দুই ভাইকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন সালথা থানা পুলিশ। নুরুল ইসলাম ও ইলিয়াস রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব ওজানপুর দরাপির ডাঙ্গা গ্রামের হামিদ ফকিরের ছেলে বলে জানা গেছে। সালথা থানা সু‌ত্রে জানা যায়, ফরিদপুরের জাকির হোসেন নামে এক চাউল ব্যাবসায়ী নছিমন চালক নুরুল ইসলাম এবং তার ভাই ইলিয়াসকে দিয়ে চাল বিক্রয় করায়। প্রতিদিনের ন্যায় শুক্তবার দুই ভাই নছিমনে করে চাল নিয়ে বিক্রি করে। চাল বিক্রির ২ লাখ ৬৫ হাজার টাকা মালিককে ফেরত না দিয়ে আত্মসাৎ করার ফন্দি করে দুই ভাই। তার থানায় গিয়ে অভিযোগ করেন যে ফুকরা বাজারের পাকা রাস্তার ফাঁকা এলাকায় তিনটি মোটর সাইকেলের ছয় জন সন্ত্রাসী এসে তাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে কাছে থাকা টাকা গুলো ছিনতাই করে নিয়ে গেছে।পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। নুরুল ইসলাম ও ইলিয়াস কে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন। এসময় দুই ভাইয়ের বর্ননায় মিল না থাকায় সন্দেহ হয় পুলিশের। ঘটনাস্থল থেকে দুই ভাইকে থানায় নিয়ে আসে। একপর্যায়ে বিভিন্ন কৌশলী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করতে বাধ্য হয় যে ঘটনাটি তারা টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে থানায় গিয়ে বানানো নাটক বলেছিল এবং টাকাটি তাদের নসিমনের পিছনের লোহার বডির নিচে সুরক্ষিত জায়গায় সু-কৌশলে রেখে দিয়েছে। পুলিশ নছিমন বডির নিচ থেকে টাকাগুলো উদ্ধার করে এবং দুই ভাইকে গ্রেফতার করে আদালতে পাঠায়। এ ব্যাপারে উক্ত চাল ব্যবসায়ী বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে। মামলার বাদী জাকির হোসেন জানান, আসামীরা দীর্ঘদিন যাবত তার ব্যবসায়িক মালামাল আনা-নেওয়া করায় তাদের প্রতি আস্থা তৈরি হয়েছিল। তাই বিস্বাস করে ওদের উপর আমি দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। সালথা থানা অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক বলেন, দুই ভাই মিলে টাকা আত্মসাৎ করতে ফন্দি করে ছিনতাই নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্তি করার চেষ্টা চালায়। দুই ভাইয়ের কথাবার্তায় আমাদের সন্দেহ হয়। পরে ব্যপক জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বের হয়ে আসে। ওদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *