December 27, 2024, 4:14 am
রবিউল ইসলাম, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার সময় বিদ্যালয় কক্ষে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। শান্তিপূর্ণ পরিবেশে বিরতীহিন ভাবে চলে ভোট গ্রহন। এ নির্বাচনে মোট ৮ জন সদস্য পদপ্রার্থী হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করে। প্রার্থীরা হলেন, আশরাফুল ইসলাম, আনোয়ারুল হক জাদু, ইমরান আলী (বাবু), জহুরুল ইসলাম, মুন্টু আলী, শহীদুল ইসলাম, রমজান আলী, মকছেদ আলী। এর মধ্যে ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বীজয়ীরা হলেন,৮২ ভোট পেয়ে প্রথম হয়েছে আশরাফুল ইসলাম, ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে ইমরান আলী, ৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছে রমজান আলী এবং ৭৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছে জহুরুল ইসলাম। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ১৪৬। কাস্ট হয়েছে ১৩২ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুর রহমান খান ও সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আঃ লতিফ বাবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আওয়াল, এসআই শাহরিয়ার ও এএসআই সালজার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।