December 28, 2024, 6:42 am
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা থানা পরিদর্শন করেছেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো: শাহজাহান পিপিএম সেবা। শনিবার (২৭ আগষ্ট) বিকালে তিনি সালথা থানা পরিদর্শন করেন। সালথা থানার অফিসার ইনর্চাজ মো: শেখ সাদিক পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সালথা থানার এসআই অাওলাদ হোসেন, এসঅাই অানিছুর রহমান, এসঅাই অাব্দুল বাসেদ, এসঅাই পরিমালসহ কর্মরর্ত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এসময় নবাগত পুলিশ সুপার শাহজাহান (পিপিএম সেবা) বলেন মাদক সন্ত্রাস, মাদক নির্মূলে তিনি বদ্ধপরিকর। সন্ত্রাসী ও মাদক কারবারী যত বড়ই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।