December 21, 2024, 9:49 pm
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি একই শাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ছিল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তরগাঁও এলাকা লাশ দুটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৫) এবং তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন তাদের ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণেও কোনো আওয়াজ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন স্বজনরা। দরজা খুলে গেলে ঘরের ভেতর ওই দম্পতির ঝুলন্ত লাশ দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।