December 9, 2024, 11:58 am
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি; “সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই”। “ধর্ম যার যার, রাস্ট্র সবার” শ্লোগানে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আয়োজনে (৪ সেপ্টম্বর) রবিবার দুপুর ১২ টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন আটঘর ইউপি চেয়ারম্যান মো: শহিদুল হাসান খান সোহাগ। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা বলেন, ধর্ম যার যার, রাস্ট্র সবার” নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে। এসময় তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আইটি আফিসার মো. টিপু সুলতান, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: তারিকুল ইসলাম, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান খান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা থানার এসআই নাজমুল হোসেন, আটঘর ইউপি সচিব শহিদুল ইসলাম প্রমুখ।