December 9, 2024, 1:44 pm
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জনপ্রিয় খবরের কাগজ স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালথা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সময়ের প্রত্যাশার সালথা উপজেলা প্রতিনিধি এফ এম আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি এম কিউ হুসাইন বুলবুল, মনির মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান, এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা প্রমুখ।